সংবিধান বিরোধী শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশ, বান্দরবানে সাংবাদিকের বিরুদ্ধে মামলা - Southeast Asia Journal

সংবিধান বিরোধী শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশ, বান্দরবানে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান বিরোধী, উস্কানীমূলক ‘Indigenous’ বা ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করায় পত্রিকাটির বান্দরবান জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার বড়ুয়াকে আসামি করে বান্দরবান জর্জ কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২রা নভেম্বর মামলার শুনানীর দিন ধার্য করেছেন। যার মামলা নং ৭০/২০১৯।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমান আকন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার আর্জিতে অভিযোগ করা হয়েছে, সংবিধান বহির্ভূত ও সরকারী প্রজ্ঞাপন অমান্য করে শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান এবং জনসাধারণের অনিষ্ট হতে পারে এমন ধরনের বিবৃতি প্রকাশ করেছেন ওই সাংবাদিক।

মামলার বাদী মিজানুর রহমান আখন্দ মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, “বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ৩৯(২)-এ সংবাদপত্রে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্ররোচনা, উত্তেজনা, রাষ্ট্রের নিরাপত্তা, আদালত অবমাননা ইত্যাদি সৃষ্টি না করতে নির্দেশনা থাকলেও গত ২৮ জুলাই তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় আসামি সঞ্জয় কুমার বড়ুয়া ‘থ্রি ইনডিজেনাস ভিলেজ ফেইস ল্যান্ড গ্র্যাবিং’ শীর্ষক সংবাদ প্রচার করে তা ভঙ্গ করেন। এই সংবাদ শিরোনামে ‘ইনডিজেনাস’ তথা ‘আদিবাসী’ শব্দ ব্যবহার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে চরম অসন্তোষ, বিভিন্ন স্থানে মারামারি ও সাম্প্রদায়িক দাঙ্গার উপক্রম করেছে, যা বাংলাদেশ দণ্ডবিধির ৫০৪, ৫০৫ ও ৫০৫(খ) ধারায় অপরাধ।’

এর আগেও একই অভিযোগে উক্ত সাংবাদিকের বিরুদ্ধে গত ২১ আগষ্ট বুধবার খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল আদালতে বাদী হয়ে পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাসুম রানা আরেকটি মামলা গ্রহণের আবেদন করলে মামলাটি গ্রহণ করে (যার নং) পরবর্তী ১২ সেপ্টেম্বর আদালতে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম। কিন্তু গত ১২ সেপ্টেম্বর পূর্নাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে না পারায় আদালত আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানী ধার্য করেন বলে মুঠোফোনে জানিয়েছেন মামলার বাদী এসএম মাসুম রানা।

প্রসঙ্গত, বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে বহুবার পরিপত্র জারি করেছে সরকার। সর্বশেষ ২০১০ সালের ২৮ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ‘উপজাতি সম্প্রদায়গুলোকে আদিবাসী হিসেবে অভিহিত করার অপতৎপরতা প্রসঙ্গে’ শিরোনামে (স্মারক : পাচবিম (সম-২) ২৯/২০১০/২৫, তারিখ : ২৮/০১/২০১০) একটি গোপনীয় প্রতিবেদনে আবারও তা উল্লেখ করে এসব অপতৎপরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।