খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো সেনাবাহিনী

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো সেনাবাহিনী

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে লক্ষ্মীছড়ি উপজেলায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজন করা হয়েছে।

প্রত্যন্ত অঞ্চল থেকে যোগ্য খেলোয়াড় নির্বাচন, যুব সমাজের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মেলবন্ধন তৈরী এবং তাদের মধ্যে ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো সেনাবাহিনী

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম।

টুর্নামেন্ট উদ্বোধন শেষে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মান ও পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও জোন কর্তৃক এমন জনকল্যানমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো সেনাবাহিনী

এসময় লক্ষ্মীছড়ি জোনের পদস্থ সামরিক কর্মকর্তা, উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলার জনপ্রতিনিধিগন এবং প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি উপজেলার সকলস্তরের জনসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো সেনাবাহিনী

উল্লেখ্য, আয়োজিত এই টুর্নামেন্টে বৃহত্তর লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বমোট ১৪টি দল অংশগ্রহণ করছে। ফুটবল টুর্নামেন্ট ৪টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এর খেলা শেষে আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখ ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।