রাঙামাটিতে অসহায় পরিবারের মাঝে হাঁস, শেড ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটিতে অসহায় পরিবারের মাঝে হাঁস, শেড ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটিতে অসহায় পরিবারের মাঝে হাঁস, শেড ও ঔষধ বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে হাঁস, শেড, খাবার ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সোহেল এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার মগবান ইউনিয়নের আর্মি দায়িত্বপূর্ণ এলাকায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

১০ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুনতাসীম-এ-সোবহানি শিকদার নিজে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে হাঁস, শেড, খাবার এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।

মেজর মুনতাসীম-এ-সোবহানি জানান, দরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছতা অর্জন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এটি স্থানীয় অসহায় পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।