অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৮

অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৮

অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারে বিনা পাসপোর্টে ভারত যাওয়ার সময় আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো. সেলিম ফকির (৩০), মো. সাগর শেখ (১৭), মো. লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে বিজিবির সদস্যরা অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে আট বাংলাদেশিকে পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, স্থানীয়দের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিনা পাসপোর্টে তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে জানায়। তবে ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় মামলা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, তাদের শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed