আলীকদমে ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করলো বিজিবি

আলীকদমে ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করলো বিজিবি

আলীকদমে ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদমে গোয়েন্দা সংস্থার তথ্যর ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টার সময় আলীকদম সদর ইউনিয়নের আমতলী খেয়া ঘাট এলাকায় গোয়েন্দা সংস্থার তথ্যর ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি নায়েব সুবেদার আব্দুস সবুর নেতৃীত্বে টহল দল অভিযান চালিয়ে ৩ জন মহিলা, ২ জন পুরুষ ও ৯ জন শিশুসহ ১৪ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃত ব্যাক্তিরা হলেন, তবিদুল্লা (৩৩) পিতা মৃত্যু – আব্দুল মজিদ, মাতা- লায়লা বেগম বুচিডং মায়ানমার,নুর আলম,পিতা মৃত্যু – দিল মোহাম্মদ,মাতা- তাজু বেগম বুচিডং মায়ানমার।আনচারু স্বামী- নুর আলমবুচিডং মায়ানমার।ছেলে- ২ মেয়ে -১,রফিউল কাদের,পিতা মৃত্যু – নুর মোহাম্মদ,মাতা-মরিয়ম খাতুন, বুচিডং মায়ানমার।আয়েশা বেগম স্বামী রফিউল কাদের বুচিডং মায়ানমার মেয়ে – ৩। আনিছ ফাতেমা স্বামী -মজি মৌল্লা ছেলে -১ মেয়ে -২ বুচিডং মায়ানমার।

আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি লে. কর্নেল মোঃ আকিব জাভেদ বলেন,বিজিবি একটি টহল দল আমতলী ঘাটে অভিযান চালিয়ে ১৪ রোহিঙ্গা নাগরিক আটক করে। তিনি আরও বলেন, তাদের বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *