সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৪৭

সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৪৭

সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৪৭
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্যে সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় বিজিবি। সেসময় ওইসব এলাকা থেকে ৪৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

এদিকে ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৮৮৫ বাংলাদেশি নাগরিক, ভারতীয় নাগরিক ২৮ এবং ২০ রোহিঙ্গাসহ মোট ৯৩৩ জনকে আটক করে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *