দীঘিনালায় দুস্থদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করল সেনাবাহিনী

দীঘিনালায় দুস্থদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করল সেনাবাহিনী

দীঘিনালায় দুস্থদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। দূর্গম এলাকার বসবাসরত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষে শিক্ষা, চিকিৎসা, আর্থিক সেবা সহ বিভিন্ন সহযোগিতা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় অঅজ সোমবার (২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন কতৃক দীঘিনালার ৪ নং দীঘিনালা ইউনিয়নের মধ্যবানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়রে মাঠে স্থানীয় দুই শতাধিক পাহাড়ী সম্প্রদায়ের মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়৷

এ সময় মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সেবা প্রদান করেন, দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার আর এমও মো. রাকিবুল ইসলাম রনি।

মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন, দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।