শান্তি চুক্তি দিবস উপলক্ষ্যে মহালছড়িতে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
নিউজ ডেস্ক
পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোন কর্তৃক পাহাড়ের বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতনু বিশ্বাস এর তত্বাবধানে পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষ পূর্তি উপলক্ষে মহালছড়ি উপজেলাস্থ ২৪ মাইল এলাকায় পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী গরিব, অসহায়, দারিদ্রসীমার নিচে বসবাসরত মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও, মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাই পাড়া নামক এলাকায় ক্যাপ্টেন মোঃ ফারাবী বিন আলীর উপস্থিতিতে দেড় শতাধিক পাহাড়ি-বাঙালির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।
মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।