স্বজাতি কর্তৃক মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধিকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মহালছড়িতে স্বজাতি কর্তৃক দৃষ্টি প্রতিবন্ধি এক গৃহবধুকে শ্লীলতা হানীর অভিযোগে রতন ত্রিপুরা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত রতন ত্রিপুরা দুই কন্যা সন্তানের জনক ও যৌথ খামার ত্রিপুরা পাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় একই এলাকার দৃষ্টি প্রতিবন্ধি গৃহবধু রনিকা ত্রিপুরা (১৯) কে বাড়িতে একা পেয়ে রতন ত্রিপুরা শ্লীলতাহানি করে পালিয়ে যায়। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ গিয়ে রাত ১২ টার সময় ধর্ষক রতন ত্রিপুরাকে তার বাড়ি থেকে আটক করে ।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্লীলতাহানির অভিযোগে রতন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় থানায় এসে রতন ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে ভিকটিমের শশুর অংচা ত্রিপুরা। আসামী রতন ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা হাজতে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হবে।