রোহিঙ্গাদের ত্রাণের ৯০০ বস্তা ডাল জব্দ, আটক ১ - Southeast Asia Journal

রোহিঙ্গাদের ত্রাণের ৯০০ বস্তা ডাল জব্দ, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে দেওয়া দুই ট্রাক বোঝাই ৯০০ বস্তা ডাল জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের খাতুনগঞ্জ কমিশনার গলিতে মেসার্স নিউ খালেক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদামে খালাসের সময় ডালগুলো জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ হোসেন রাসেলকে আটক করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক খাতুনগঞ্জের ভোগ্য পণ্য ব্যবসায়ী আব্দুস সালাম।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন জানান, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিভিন্ন এনজিও এবং সরকারি সংস্থা ত্রাণ হিসেবে মটর ডাল দেয়। রোহিঙ্গা পরিবারগুলো সেই ডাল দালালদের মাধ্যমে বিক্রি করে দেয়। দালালের কাছ থেকে সেই ডাল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নিয়েছিল নিউ খালেক ট্রেডার্সের মালিক। শনিবার দুটি ট্রাকে ডালগুলো খাতুনগঞ্জে আনা হয়। ডালগুলো গুদামে খালাসের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়। কারা এই ত্রাণ রোহিঙ্গাদের কাছ থেকে সংগ্রহ করে খোলাবাজারে বিক্রি করছে, এর সঙ্গে কারা কারা জড়িত, সেটাও তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিবির এই পরিদর্শক।

You may have missed