নেত্রকোনায় সেনা অভিযানে ভারতীয় কম্বল জব্দ

নেত্রকোনায় সেনা অভিযানে ভারতীয় কম্বল জব্দ

নেত্রকোনায় সেনা অভিযানে ভারতীয় কম্বল জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেত্রকোনার পূর্বধলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাচালানের ৫৬ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গোজাকান্দি গ্রামের একটি বাড়ি থেকে এসব কম্বল জব্দ করা হয়। পরে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।

নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার গোজাকান্দি গ্রামের মো. আব্বাস আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় তল্লাশি চালিয়ে টিনের ঘরের মধ্যে লুকানো অবস্থায় চোরাচালানের ৫৬ পিস ভারতীয় কম্বল পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে এসব কম্বল পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।