খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে সম্প্রীতি কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘শান্তি ও সম্প্রীতির খাগড়াছড়ি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে সম্প্রীতি কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৪ এর আয়োজন করা হয়।
পার্বত্যাঞ্চলে বসবাসরত ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যকার মেলবন্ধন অটুট করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
এ সম্প্রীতি কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা, খাগড়াছড়ির স্থানীয় কণ্ঠশিল্পী জুলি প্রু মারমা ও শান্তি দেবনাথ, অতিথি শিল্পী ফুয়াদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর নৃত্য শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।
কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং তারা এ ধরনের আয়োজনের জন্য খাগড়াছড়ি রিজিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা কর্তৃক অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দর্শকদের আনন্দের মাত্রা আরও বৃদ্ধি করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
এছাড়াও, খাগড়াছড়ি জেলার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ হাজার হাজার দর্শক খাগড়াছড়ি স্টেডিয়ামে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।