বাংলাদেশের সামরিক বাহিনীর ১১ অফিসারকে ‘রাজা চার্লস তৃতীয় রাজ্যাভিষেক মেডেল’ পদকে ভূষিত

বাংলাদেশের সামরিক বাহিনীর ১১ অফিসারকে ‘রাজা চার্লস তৃতীয় রাজ্যাভিষেক মেডেল’ পদকে ভূষিত

বাংলাদেশের সামরিক বাহিনীর ১১ অফিসারকে ‘রাজা চার্লস তৃতীয় রাজ্যাভিষেক মেডেল’ পদকে ভূষিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০২৩ সালে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে অবদান রাখায় বাংলাদেশের সামরিক বাহিনীর ১১ অফিসারকে ‘রাজা চার্লস তৃতীয় রাজ্যাভিষেক মেডেল’ পদকে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে সামরিক বাহিনীর অফিসারদের হাতে পদক তুলে দেওয়া হয়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, ২০২৩ সালের ৬ মে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে অবদান রাখায় বাংলাদেশের সামরিক বাহিনীর ১১ অফিসারকে রাজা চার্লস তৃতীয় রাজ্যাভিষেক মেডেল পদক প্রদান করা হয়েছে।

পদকপ্রাপ্তরা হলেন-

১। লেফটেন্যান্ট কর্নেল সাদাত মোহাম্মদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনী।

২। স্কোয়াড্রন লিডার মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ বিমান বাহিনী।

৩। লেফটেন্যান্ট অনিক বড়ুয়া অনু, বাংলাদেশ নৌবাহিনী।

৪। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী।

৫। সার্জেন্ট মো. মামুনুর রসিদ, বাংলাদেশ সেনাবাহিনী।

৬। পেটি অফিসার মফিজুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী।

৭। সার্জেন্ট মো. নেহাল হোসেন, বাংলাদেশ বিমান বাহিনী।

৮। সার্জেন্ট মোহাম্মদ রাজেন হাসান, বাংলাদেশ বিমান বাহিনী।

৯। লিডিং সিম্যান মো. হাবিবুর রহমান, বাংলাদেশ নৌবাহিনী।

১০। সৈনিক মোহাম্মদ অলিউল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী।

১১। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মতিন, বাংলাদেশ সেনাবাহিনী (প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ হাইকমিশন লন্ডন)।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, আমি রাজা চার্লস তৃতীয় রাজ্যাভিষেক মেডেল উপহার দিতে পেরে আনন্দিত বোধ করছি, যারা রাজা ও রানীর রাজ্যাভিষেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সদস্যরা এই ঐতিহাসিক অনুষ্ঠানের সময় বাংলাদেশ এবং অন্যান্য কমনওয়েলথ সদস্য রাষ্ট্রের প্রতিপক্ষকে সঙ্গে নিয়ে সহযোগিতা করায় আমি গর্বিত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।