দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা বিতরণ
নিউজ ডেস্ক
রাঙামাটির জুরাছড়িতে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর জুরাছড়ি জোন।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বনযোগীছড়াস্থ জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা প্রদান করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এসময় তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের এই দুর্গম এলাকায় নানাবিধ প্রতিকুলতার মাঝেও পাহাড়ি শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হচ্ছে, যা সত্যিই প্রশংসানীয়। আর এসব শিক্ষার্থীদের স্বপ্ন পুরনের প্রচেষ্টায় অংশগ্রহন করতে পেরে সেনাবাহিনী আনন্দিত।’
তিনি আরো বলেন, সেনাবাহিনী বিশ্বাস করে শিক্ষার্থীদের একাগ্রতা, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমে মাধ্যমে ভবিষ্যতে তারা এলাকার তথা দেশের মূখ উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মাঝে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হক, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান করুনাময় চাকমাসহ স্থানীয় কারবারী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।