ভোটার তালিকায় রোহিঙ্গা সম্পৃক্ততায় ইসির ১৫ কর্মকর্তা জড়িত! - Southeast Asia Journal

ভোটার তালিকায় রোহিঙ্গা সম্পৃক্ততায় ইসির ১৫ কর্মকর্তা জড়িত!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের ভোটার তালিকায় সম্পৃক্ত করার কাজে ইসির কতজন জড়িত? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, এ কাজে যাদের সম্পৃক্ততা পেয়েছি এ মুহূর্তে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এর সংখ্যা ১৫ জনের মতো।

তিনি বলেন, পর্যায়ক্রমে তাদের নাম প্রকাশ করা হবে। এনআইডি কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট তথ্য রয়েছে, এর সঙ্গে কতজন জড়িত। তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করছি না। তবে এ সংখ্যা ১৫ এর মতো, এর অধিক নয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করতে হয় তা করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বোচ্চ কোন লেভেলের কর্মকর্তারা এ কাজে জড়িত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অচিরেই আপনারা তাদের নাম-পরিচয় জানতে পারবেন। ইতোমধ্যে রোহিঙ্গাদের ৬১ জনের তালিকা পেয়েছি, যারা ভোটার হওয়ার চেষ্টা করেছেন। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, তারা কীভাবে ভোটার হওয়ার চেষ্টা করল। কারা তাদের সহযোগিতা করেছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ইসির এনআইডি বিভাগ অনিয়ম-দুর্নীতি করতে শুদ্ধি অভিযানে নেমেছে। এনআইডিকে সুরক্ষিত করার জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার আমরা তাই করব।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের মূল ডাটাবেজ সুরক্ষিত আছে। যারা এখানে ঢোকার অপচেষ্টা করেছিল তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনের আইটি বিভাগ এ অপচেষ্টাকারীদের চিহ্নিত করেছে। আমরা কাউকে ছাড় দেব না। জিরো টলারেন্স অ্যাগেনেস্ট করা পর্যন্ত

তিনি আরও বলেন, এটা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। যদি এটি বাস্তবায়ন করতে অ্যান্টি কাউন্টার টেরিজম, সিইডি, দুদক, এসবি সহায়তার প্রয়োজন হয় আমরা তাদেরও সহায়তা নেব।