বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে পাহাড়িদের নিয়ে সেনাবাহিনীর প্রীতিভোজ

নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার বাকলাই পাড়া সাবজোনের অন্তর্গত বিভিন্ন পাড়ার গুরুত্বপূর্ণ উপজাতি ব্যক্তিবর্গকে বিজয় দিবস এর প্রীতিভোজের আয়োজন করা হয়।
আজ ১৬ই ডিসেম্বর সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল এর সার্বিক তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উপলক্ষে বাঁকলাইপাড়া সাবজোনে এ মনোজ্ঞ প্রীতিভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাকলাইপাড়া সাব জোনের অন্তর্গত দশটি পাড়ার কারবারি, শিক্ষক, ধর্মযাজক, মেম্বার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।
বাকলাইপাড়া সাবজোন কমান্ডার সবাইকে সাদর আমন্ত্রণ জানান এবং তাদের সাথে কুশলাদি বিনিময় শেষে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
সেনাবাহিনীর এরকম উদারতা এলাকাবাসীর মনে খুবই আশা সঞ্চার ফেলেছে। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই উদারতা জারি রাখবে অনুষ্ঠানে যোগদানকারী সকল ব্যক্তিবর্গ এ আশা ব্যক্ত করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।