গুলিবিদ্ধ কলেজছাত্র নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠালো সেনাবাহিনী

গুলিবিদ্ধ কলেজছাত্র নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠালো সেনাবাহিনী

গুলিবিদ্ধ কলেজছাত্র নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠালো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত কলেজছাত্র নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল জুয়েল পারভেজ।

আহত নুরুল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুর রহমানের ছেলে। তবে তারা পরিবারসহ বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। এছাড়াও তিনি কাহালু সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আহত নুরুল্লাহর ভাই নিয়ামুল হাসান মন্ডল জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহর মাথায় গুলি লাগে। পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারেশন থিয়েটারে নিয়ে মাথার গুলি বের করেন। সেসময় গ্রেপ্তারের ভয়ে তাকে হাসপাতাল থেকে বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার ৭/৮ দিন পর নুরুল্লাহ বাসায় ফিরেন।

নিয়ামুল আরও জানান, নুরুল্লাহ বেশ সুস্থ ছিলেন। তার মাথায় আরেক দফা অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ সোমবার রাতে তার মাথা ব্যথা শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার দুপুরের পর সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সিএমএইচে নেয়া হয়।

এ বিষয়ে বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে| কর্নেল জুয়েল পারভেজ জানান, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনের নির্দেশনায় দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিতে আহত নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।