বড়দিন উপলক্ষে দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

বড়দিন উপলক্ষে দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

বড়দিন উপলক্ষে দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খ্রীস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবানের রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ করেছে সেনাবাহিনীর রুমা জোন।

আজ রবিবার (২২ ডিসেম্বর) রুমা জোন আওতাধীন রনিপাড়া, পাইক্ষ্যংপাড়া, ক্যাপলংপাড়া এবং খামতাংপাড়ায় স্থানীয় মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারগণ উপকারভোগীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।

উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন ক্যাম্প কমান্ডারগণ পাড়াবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

শতভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এইসব প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বড়দিন উৎসবকে সামনে রেখে এই ধরণের সৌহার্দপূর্ণ কার্যক্রমে সকল স্তরের মানুষের মাঝে ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়।

সেনাবাহিনী জানায়, বড়দিনে এ ধরণের সহায়তা এবং শান্তি ও সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানায়।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।