মহালছড়ির হতদরিদ্র কোরবান আলীকে নৌকা উপহার দিলো সেনাবাহিনীর মহালছড়ি জোন

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার কেয়াংঘাট এলাকায় দরিদ্র এক মাঝিকে নৌকা উপহার দিয়েছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।
আজ রবিবার (২২ ডিসেম্বর) মহালছড়ি জোনের উদ্যোগে কেয়াংঘাট ভান্ডারী ঘাটে চেঙ্গী নদী পারাপারের সুবিধার্থে দরিদ্র মাঝি কোরবান আলীকে নতুন নৌকা প্রদান করে মহালছড়ি জোন।
জানা যায়, এই ঘাট দিয়ে প্রতিদিন কেয়াংঘাট, সাতগড়িয়া ও রাঙ্গাপানিছড়া এলাকার প্রায় ৩-৪ শতাধিক সাধারণ জনগণ ও ছাত্র-ছাত্রী মহালছড়ি, খাগড়াছড়ি, মাইসছড়ি বাজার ও বিভিন্ন স্কুলে যাতায়াত করে।
জোনের এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সহজতর হবে, পাশাপাশি দরিদ্র মাঝির আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কোরবান আলী নতুন নৌকা পেয়ে সেনা জোনের প্রতি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, পুরাতন ছোট নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় নৌকার অভাবে যাত্রী পারাপার করতে অনেক সমস্যায় পড়তে হতো। নতুন এই নৌকা দিয়ে পরিবার চালানোর পাশাপাশি স্থানীয় পাহাড়ি-বাঙালি ছাত্র-ছাত্রীদেরকে আরও সেবা দিতে পারবেন ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।