বড়দিন উপলক্ষে বান্দরবানে খ্রিস্টান পাড়াবাসি, চার্চ ও গির্জায় আর্থিক সহায়তাসহ উপহার বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পাের্বত্য জেলা বান্দরবানে খ্রিস্টান পাড়াবাসি, চার্চ ও গির্জায় আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন বান্দরবান জোন এসব আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন খ্রিস্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়, চার্চ ও গির্জার প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন বান্দরবান জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।
এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনগণ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব যেন আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে সে জন্য সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ যেনো সৃষ্টি না হয়, সেনাবাহিনীর পক্ষ হতে সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হবে।
এসময় জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, জোনাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট মোস্তাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
