বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশি

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশি

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিথ্যা আশ্বাসে ও ভালো চাকরির প্রলোভনে ভারকে পাচার হয়ে যাওয়া ২৬ বাংলাদেশিকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে। তারা ঢাকা, কুড়িগ্রাম, নড়াইল, খুলনা, রংপুর, রাজশাহীসহ বিভিন্ন এলাকার অধিবাসী।

ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ হোসেন জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতের বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আটক হয় তারা। পরে ২ থেকে ৭ বছর জেলহাজত শেষে তাদের ঠাঁই হয় নিলুয়াসহ বিভিন্ন শেল্টার হোমে। পরে দুদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দফতরের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরে তারা। ভারতের পেট্রাপোলে ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমতিয়াজ হোসেন আরও জানান, ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের রাইট যশোর ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির জিম্মায় দেওয়া হবে।

মহিলা আইনজীবী সমিতির যশোর প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস ও রাইট যশোরের এরিয়া ম্যানেজার আবুল হাসনাত জানান, ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।