সিলেটে বিজিবির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

সিলেটে বিজিবির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

সিলেটে বিজিবির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেটের সীমান্তে ভারত থেকে আসা চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ পণ্যের মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চোরাচালান জব্দ করে বিজিবি।

সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছানাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ওষুধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৩,৩৫,০৮,৮৯০/- (তিন কোটি পয়ত্রিশ লাখ আট হাজার আটশত নব্বই) টাকা।

সিলেটে বিজিবির অভিযানে ৩ কোটি ৩৫ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।