রাঙামাটিতে আদালতের রায় বাস্তবায়নে উচ্ছেদ অভিযান
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
জেলা জর্জ কোর্টের রায়ের প্রেক্ষিতে উচ্ছেদ মামলার রায় বাস্তবায়নে রাঙামাটি পার্বত্য শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের নেতৃত্বে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে জমির মূল মালিক বাবুল মজুমদারকে জমি বুঝিয়ে দিয়েছে প্রশাসন।
জমির মূল মালিক বাবুল মজুমদার জানায়, চার বছর যাবত দখলদার হারুন চৌধুরি জায়গার দখল না দেওয়ায় বিজ্ঞ আদালতে উচ্ছেদ মামলা করে রায় পেলে প্রশাসন আমার জায়গা বুঝিয়ে দেয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামের নেতৃত্বে এএসআই ফারুখ ও কন্সটেবল হোসেন ও শফিকুলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
