খাগড়াছড়িতে উপজাতি নারী হত্যার নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
গত ২৩ সেপ্টেম্বর সোমবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল নামক স্থানে প্রীতি রাণী ত্রিপুরা নামে এক উপজাতি নারীর লাশ পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
এর আগে নিখোঁজের এক সপ্তাহ পর ২৩ সেপ্টেম্বর সোমবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকার ঝোপ থেকে প্রীতি রাণী ত্রিপুরা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
