খাগড়াছড়িতে খ্রিস্টান সম্প্রদায়কে সেনাবাহিনীর বড়দিনের শুভেচ্ছা
![]()
নিউজ ডেস্ক
খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছে সেনাবাহিনী।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা সদরের চেলাছড়া এলাকায় এসডিএ চার্চ, ব্যাপটিস্ট চার্চ ও ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা উপহার তুলে দেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। সারাদেশের মতো পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতিতে বসবাস করে আসছে।

তিনি বলেন, পাহাড়ে সেনাবহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর এ প্রয়াস আগামীতে অব্যাহত থাকবে।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়াদসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।