পার্বত্য চট্টগ্রাম নিয়ে পৃথক প্রস্তাবনা পাঠাবে সংস্কার কমিটি

নিউজ ডেস্ক
১৯৭১-এর পর নানা চড়াই- উতরাই পার করে দীর্ঘ ৫৩ বছরেও বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা।
গতকাল দুপুরে পার্বত্য রাঙ্গামাটি সফরে এসে পাহাড়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে সংস্কার কমিশনের সদস্যরা বলেন, জনগণের সেবা সহজীকরণ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন স্তরের বৈষম্য নিরসনের প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা।
তারা বলেন, আমাদের মূল উপজীব্য দেশের জনগণ। জনসাধারণের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে হবে। এজন্য পার্বত্য তিন জেলাকে নিয়ে সংস্কার প্রস্তাবে আলাদা অধ্যায় সংযোজন করা হবে বলে জানান তারা।
সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পার্বত্যাঞ্চলে ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পাহাড়ের প্রতি ইঞ্চি জমি জরিপের আওতায় আনার দাবি তুলে ধরেছেন।
এদিকে, দেশের চলমান নানামুখী সংকটময় পরিস্থিতিতে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করাসহ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে মনোযোগ না দিয়ে তথাকথিত দাবি নিয়ে ক্যাডার বৈষম্যের দাবি তুলে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে পতিত স্বৈরাচারী সরকারের প্রেত্মাতারা কলকাঠি নাড়ছে কিনা সেটি খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন মতবিনিময় সভায় অংশ নেয়া ব্যক্তিবর্গ।
বেলা আড়াইটা পর্যন্ত চলা এই মতবিনিময় সভায় পার্বত্য তিন জেলার জেলা প্রশাসকগণ, পুলিশ সুপারগণসহ সরকারী কর্মকর্তাগণ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ জনপ্রশাসন সংস্কার কমিটির নিকট তাদের মতামত তুলে ধরেন।
এ ছাড়া প্রশাসনিক নানান জটিলতার পাশাপাশি বৈষম্যমূলক ব্যবস্থাপনার মধ্যদিয়ে পাহাড়ে সরকারি কর্মকর্তাগণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সমতলের ন্যায় গতানুগতিক নিয়ম কানুনের বাইরে পাহাড়ের বিরাজমান পরিস্থিতির বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি যাতে করে আলাদা প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরেন সেই দাবিও জানিয়েছেন পাহাড়ে কর্মরত সরকারি কর্মকর্তাগণ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।