ইউপিডিএফকে বয়কটের আহবান গণতান্ত্রিকের
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফকে বয়কটের আহবান জানিয়েছে পাহাড়ের আরেক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) ‘ইউপিডিএফ’কে না বলুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করুন’ শিরোনামে তথ্য প্রচার শাখা কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ আহবান জানায় সংগঠনটি।
ওই বার্তায় তারা জানায়, ‘শত শহীদের আত্মবলিদান, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি, হাজার হাজার বাপ-ভাইয়ের নির্যাতন নিপীড়নের শিকার হওয়া এবং লাখো জুম্ম জনতার স্বপ্নের ফসল ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তারিখে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জুম্ম জনগণের স্বপ্ন ভঙ্গ হতে বেশি সময় লাগেনি। শাসকগোষ্ঠীর নীল নকশা মোতাবেক চুত্তি সম্পাদনের এক বছরের মাথায় ইউপিডিএফ নামে চুক্তি বিরোধী সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়নের রাস্তা বন্ধ করার আয়োজন করা হয়। এরা মুখে পূর্ণ স্বায়ত্ত্বশাসনের কথা বললেও গঠনের পর হতে হালকা ও চটুর কিছু কর্মসূচী দিয়ে রাজপথে আন্দোলন চালালেও আন্দোলনের বেলায় তাদের অর্জন এই ২৬ বছর পরও শূণ্য। তাই এটা দিবালোকের মতো পরিষ্কার যে, তারাই হচ্ছে চুক্তি বাস্তবয়নের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক। এজন্য অবশ্যই জুম্ম জাতির কাছে ইউপিডিএফকে ক্ষমা চাইতে হবে বলে আমরা মনে করি।’
গণতান্ত্রিক জানায়, ‘এটা নির্দ্বিধায় বলা যায় রাজনৈতিক খেলার মাঠে ইউপিডিএফ খেলার বদলে জনগণকে ডিগবাজি দেখিয়ে চলেছে। তারা মুখে পূর্ণ স্বায়ত্ত্বশাসনের কথা বললেও মূলতঃ আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং সদস্য হওয়ার জন্য মরিয়া হয়েছে। এসব ক্ষেত্রে তাদের পূর্ণ স্বায়ত্ত্বশাসনের চিন্তা থাকে না বরং ধান্দাবাজির চিন্তা মুখ্য হয়ে ওঠে। বলা যায় দল গঠনের ২৬ বছর পরও ইউপিডিএফ নিজের অবস্থান স্বচ্ছভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে জুম্মজাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার কারণে জাতি কোনদিনই তাদের ক্ষমা করবে না। তাই আসুন ভাঁওতাবাজদের পরিহার করে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।