পশ্চিমবঙ্গে বাংলাদেশ পরিস্থিতির সুযোগ নিতে দিচ্ছি না: পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তার সুযোগ নেওয়া যাবে না জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার।
রোববার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ যথেষ্ট সক্রিয়। এ ব্যাপারে নিঃশব্দে কাজ করছে তারা। ফলে রাজ্যের মানুষ নিরাপদে রয়েছেন।
বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফকে দায়ী করেছেন রাজীব। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যার সঙ্গে তিনটি দেশের সীমান্ত জুড়ে রয়েছে। সীমান্তরক্ষার দায়িত্ব বিএসএফের। সেখানে অনেক গাফেলতি রয়েছে। গত কয়েক দিনে অনেকেই সীমান্ত পেরিয়ে এ পার বাংলায় ঢুকেছেন, ঢুকছেনও। কিন্তু আমরা তৎপর আছি। অনুপ্রবেশকারীদের আমরা গ্রেফতার করছি এবং সঠিক জায়গায় পাঠাচ্ছি।’’
তিনি বলেন, ভারতে প্রবেশ করে সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে বাংলাকে ‘করিডর’ হিসাবে ব্যবহার করছে জঙ্গি সংগঠনগুলো। ব্যবহার করা হচ্ছে ত্রিপুরা সীমান্তও।
ডিজি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের অবস্থান এমনই যে, বাংলাদেশ থেকে কেউ কাশ্মীর বা ভারতের পশ্চিম অংশে কোথাও যেতে চাইলে এই রাজ্যের উপর দিয়েই যেতে হবে। আর কোনও বিকল্প নেই। পাসপোর্ট জাল করে অনুপ্রবেশের বিষয়ে পুলিশ আরও বেশি তৎপর হবে বলে আশ্বাস দিয়েছেন রাজীব।
তিনি জানান, আগামী দিনে বিভিন্ন থানার পুলিশ সুপারেরা ব্যক্তিগতভাবে পাসপোর্ট যাচাই প্রক্রিয়ার তদারকি করবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
