বিদেশি বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বিবৃতি আরাকান আর্মির

বিদেশি বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বিবৃতি আরাকান আর্মির

বিদেশি বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বিবৃতি আরাকান আর্মির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরকানের নেতৃত্বে আরকান পিপলস রেভুলেশনারি গভর্মেন্ট (এপিআরজি) গঠিত হয়েছে দাবী করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) আরাকানের নতুন এই গণবিপ্লবী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে আরকান অঞ্চলে উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তাকারী সমস্ত বিদেশী বিনিয়োগকারীকে স্বাগত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিনিয়োগ কার্যক্রম, প্রকল্প এবং ব্যবসায় জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই সরকার বিশেষ গুরুত্ব দিবে।

মিয়ানমারের নিপীড়িত জনগোষ্ঠীর রাজনৈতিক আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে এপিআরজি দৃঢ়ভাবে কাজ করবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, আমরা সর্বদা সামরিক সমাধানের পরিবর্তে রাজনৈতিক উপায়ে বর্তমান অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য উন্মুক্ত।

বর্তমানে রাখাইন রাজ্যে চীনের অর্থায়নে পরিচালিত ১১ বিলিয়ন ডলারের প্রকল্পের মধ্যে ১০টি প্রকল্প আরকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে জানিয়েছে বলে গত ২৮ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে ইন্সটিটিউট অফ স্ট্র‍্যাটেজি এন্ড পলিসি (আইএসপি) মিয়ানমার।

২০২৩ সালের নভেম্বরে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। এর পর থেকে গত এক বছরে রাখাইনের ১৭টি টাউনশীপের মধ্যে ১৪টিতেই নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করেছে।

বাংলাদেশ-মিয়ানমার এর ২৭১ কিলোমিটার সীমান্তের মিয়ানমার অংশের পুরোটাতেই এখন আরকান আর্মির আধিপত্য।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।