বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নাহিদের পরিবারকে বিজিবির সহায়তা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নাহিদের পরিবারকে বিজিবির সহায়তা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নাহিদের পরিবারকে বিজিবির সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় ও কৃষিকাজে সহায়তা দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারকে দুটি হালের মহিষ উপহার দিয়েছে বিজিবি ।

সোমবার (৩০ ডিসেম্বর) নওগাঁর ১৬ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মহিষ দুটি নাহিদের বাবা সাইদুর আলমের হাতে তুলে দেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকার রামপুরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে গুলিবিদ্ধ হন নাহিদ হাসান (২৮)। এ সময় পুলিশের ছোড়া গুলি তাঁর পিঠ দিয়ে প্রবেশ করে বুক দিয়ে বেরিয়ে যায়। পরে তাঁর বন্ধুদের সহায়তায় স্থানীয় একটি হাসপাতালে নাহিদকে ভর্তি করানো হয়। এরপর তার উন্নত চিকিৎসার জন্য নাহিদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন তিনি।

উল্লেখ্য, নাহিদ ঢাকায় একটি পার্ট টাইম চাকরি করতেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।