ময়মনসিংহের ফুলপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর মোতায়েনে নিয়োজিত থাকার পাশাপাশি বাৎসরিক যৌথ প্রশিক্ষণেও নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ পদাতিক ডিভিশনের বাৎসরিক যৌথ অনুশীলন চলাকালীন ময়মনসিংহের ফুলপুরে ৫শত স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফুলপুর উপজেলার পুরাতন ডিগ্রি কলেজ সংলগ্ন দিউ এলাকায় সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (ঘাটাইল এরিয়া) মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান অসহায় দুস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্তু উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জেনারেল অফিসার কমান্ডিং আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সদর দপ্তর ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের অসামরিক কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।