নিজস্ব আইন মেনেই পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন, নতুন ভোটার তালিকা প্রয়োজন নেই- ড. তোফায়েল আহাম্মেদ

নিউজ ডেস্ক
স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহাম্মেদ জানিয়েছেন, পার্বত্য জেলা পরিষদের নিজস্ব আইন মেনে অবিলম্বে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান জরুরি। এতে নতুন করে কোনো ভোটার তালিকার প্রয়োজন নেই।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘পাহাড়ের স্থানীয় সরকারকে শক্তিশালীকরণে কখন কোন প্রেক্ষাপটে কি চুক্তি হয়েছিল, তা বর্তমানে প্রেক্ষাপটে প্রাসঙ্গিক কিনা তা পুণর্মূল্যায়ন করতে হবে। প্রয়োজনে হলো সেই চুক্তি সংশোধন করতে হবে।’
তিনি বলেন, ‘চুক্তির কোন কোন ধারা বাস্তবায়ন হয়েছে কোন ধারাগুলো বাস্তবায়নযোগ্য এবং কোন ধারাগুলো এখনই বাস্তবায়ন করা দরকার সেটিও খতিয়ে দেখতে হবে।’
পাহাড়ি জনগণের উদ্দেশ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘তখন যারা চুক্তি করেছিলো, এই চুক্তি আদৌ বাস্তবায়নযোগ্য কিনা সেটা সেসময় ভাবেনি।’
পার্বত্যাঞ্চলের জনগণকে খুশি করার জন্য এমন চুক্তি করেছিলো কিনা সেটি ভেবে দেখার জন্য পাহাড়বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের ছাড়াই বিগত পতিত স্বৈরাচারি সরকারের প্রতিনিধি ও তাদের দোসরদের এবং আওয়ামী সরকারের সুবিধাভোগী বিতর্কিত এনজিও প্রতিনিধিদের নিয়ে তথাকথিত পেশাজীবি প্রতিনিধিদের সাথে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে মতবিনিময় করতে আসা সংস্কার কমিশনের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে পড়েন। পরে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের হস্তক্ষেপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সন্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে মতবিনিময় সভা ডাকা হয়। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা সন্মেলন কক্ষে ঢুকতে চাইলে রাঙামাটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী জেলা প্রশাসন কার্যালয় ভবনে প্রবেশের মূল ফটকে বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিক্ষোভ করলে কমিশনের সদস্যরা ওই স্থান ত্যাগ করে কার্যালয়ের অন্যদিকে প্রবেশ করেন। একপর্যায়ে জেলা প্রশাসক ছাত্রদের সাথে আলোচনা করার পর ও মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের চেয়ারম্যান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) নাসরিন সুলতানা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।