গুইমারার সিন্দকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

গুইমারার সিন্দকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

গুইমারার সিন্দকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) উদ্যোগে অসহায়দের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিন্দুকছড়ি জোন সদরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে সোলার প্যানেল, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই, এতিমখানা মাদরাসায় ও মন্দিরে সহায়তা প্রদানসহ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় এদিন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি।

সহায়তাসমূহ প্রদান শেষে উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তিশৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন জোন অধিনায়ক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।