খাগড়াছড়ির মহালছড়িতে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে মানবিক সহায়তার অংশ হিসেবে পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী এবং পাহাড়ি-বাঙ্গালী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৪ জাুনয়ারি) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের চৌংড়াছড়ি হেডম্যান পাড়া জুনিয়র হাই স্কুল মাঠে এসব সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সালেহ্ আল হেলাল উপস্থিত থেকে ৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়ক সামগ্রী এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, সেনাবাহিনীর ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে সুবিধা বঞ্চিত এলাকায় শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে চৌংড়াছড়ি হেডম্যান পাড়া এলাকায় শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় শুরু থেকেই পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতা চলমান থাকবে বলে তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
