অবৈধ ভাবে পাচার কালে বিজিবির হাতে প্রায় ৩০ লাখ টাকার কাঠ জব্দ - Southeast Asia Journal

অবৈধ ভাবে পাচার কালে বিজিবির হাতে প্রায় ৩০ লাখ টাকার কাঠ জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাঘাইছড়ি ইউনিয়নের বটতলা এলাকায় মারিশ্যা জোনের (২৭ বিজিবি) ক্যাপ্টেন মো. আল-আমিন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রজাতির ৬২০.৫৬ ঘন ফুট (৮২ পিস) কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৭ হাজার ৫৪০ টাকা।

মারিশ্যা জোনের ক্যাপ্টেন মো. আল-আমিন হাওলাদার বলেন, ‌‘ অবৈধ ভাবে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা বিভিন্ন প্রজাতির ৬২০.৫৬ ঘন ফুট অবৈধ কাঠ জব্দ করি। এসব কাঠ বন বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে।’

You may have missed