দালালসহ ১০ রোহিঙ্গাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ
 
                 
নিউজ ডেস্ক
কক্সবাজারে দালালসহ ১০ রোহিঙ্গাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পাহাড়তলী থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- দালাল ইয়ামিন আরমান, সেলিম উল্লাহ, দিল মোহাম্মদ (৫৫), জাফর আলম (২৬), মোহাম্মদ হোসন (২৫) মোহাম্মদ রফিক (১৯), আসমা (৯), শফি আলম (২০), হাশেম উল্লাহ (১৫) ও মো. মিজান।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে অনেক রোহিঙ্গা বিভিন্নভাবে বসবাসের চেষ্টা শুরু করছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগন উক্ত এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, খবর পেয়ে রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
