বেনাপোল সীমান্তে মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ২

নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, থ্রী–পিস, পান–মশলা, কলম, মোবাইলফোন, কম্বল, সিগারেট ও কসমেটিক্স সামগ্রীসহ দুই পাচারকারীকে আটক করেছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৯ বিজিবি অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচারচক্র আটকে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, অভিযানে ১০ লাখ ৪১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, থ্রী–পিস, পান–মশলা, কলম, মোবাইলফোন, কম্বল, সিগারেট ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। এসময় আটক করা হয় সাতক্ষীরা কলারোয়ার ইকবাল হোসেনের ছেলে রোকনুজ্জামান ও আজিয়ার রহমান সরদারের ছেলে খায়রুল ইসলামকে।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ মালামাল কাষ্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।