টেকনাফে বসতঘরে মিললো বিপুল পরিমাণ ইয়াবা-টাকাসহ মিয়ানমারের মুদ্রা

টেকনাফে বসতঘরে মিললো বিপুল পরিমাণ ইয়াবা-টাকাসহ মিয়ানমারের মুদ্রা

টেকনাফে বসতঘরে মিললো বিপুল পরিমাণ ইয়াবা-টাকাসহ মিয়ানমারের মুদ্রা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের জন্য বাংলাদেশি টাকা এবং মিয়ানমারের মুদ্রাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক ব্যক্তি চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪১)।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদে খবর আসে টেকনাফের মধ্যম জালিয়াপাড়া এলাকায় একটি বসতঘরে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন তথ্যে পেয়ে শনিবার (৪ জানুয়ারি) ভোরে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসতঘর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নজরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যান। পরে ওই ঘর তল্লাশি করে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, ৪ লাখ ২০ হাজার টাকা ও অবৈধভাবে রক্ষিত মিয়ানমারের মুদ্রা ৫ লাখ ৫ হাজার কিয়াট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।