‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে আনসার প্রশিক্ষণ দেয়া হচ্ছে’

‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে আনসার প্রশিক্ষণ দেয়া হচ্ছে’

‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে আনসার প্রশিক্ষণ দেয়া হচ্ছে’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রবিবার (৫ জানুয়ারি) গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং প্রত্যেকের ডাটাবেজ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়াও বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সবাইকে বাহিনীর লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।