রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে ইউএনএইচসিআরের রিপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ

নিউজ ডেস্ক
২০২১ সালের পর মিয়ানমার থেকে বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা প্রবেশ করেনি মর্মে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিষয়টিতে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদনে ইউএনএইচসিআর আরও উল্লেখ করেছে, বাংলাদেশ অংশে রোহিঙ্গারা প্ল্যানড্ বা পরিকল্পিতভাবেই থাকছে। অন্যদিকে থাইল্যান্ডের সীমান্তে খণ্ডকালীনভাবে রয়েছে। যা সঠিক তথ্য নয় বলে মনে করছে সরকার। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি জাতিসংঘ।
বিষয়টি নিয়ে সোমবার দুপুরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসকে ডেকে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের তরফে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও মিয়ানমার বিভাগের মহাপরিচালক এই প্রতিবাদ জানায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।