বান্দরবান রিজিয়ন কমান্ডারকে বিদায় সংবর্ধনা

বান্দরবান রিজিয়ন কমান্ডারকে বিদায় সংবর্ধনা

বান্দরবান রিজিয়ন কমান্ডারকে বিদায় সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সেনা রিজিয়নের কনফারেন্স রুমে বান্দরবান প্রেস ক্লাব ও কর্মকর্তা সকল সাংবাদিকদের পক্ষ থেকে এ বিধায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন, বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান।

এতে আরো উপস্থিত ছিলেন রিজিয়নের স্টাফ অফিসার মেজর শায়েখ উজ জামান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গনি, সাপ্তাহিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন সহ আরো অনেকে।

বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান বলেন, ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি যেন অটুট থাকে সে চেষ্টা করেছি। শান্তির জন্য সবার মাঝে এ সম্প্রীতি অটুট রাখতে হবে। পরিশেষে সবার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় এবং যাওয়ার আগে সবার কাছ থেকে দোয়া কামনা করেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।