দীঘিনালায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

দীঘিনালায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

দীঘিনালায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। দুর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা সেবা এবং শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে নিয়মিত।

তারই ধারাবাহিকতায় দীঘিনালার বামাচরণ ত্রিপুরা পাড়ার শতাধিক হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার (২০ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার ১ নং বোয়ালখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বামাচরণ ত্রিপরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে সেনাবাহিনীর উদ্যোগে দিঘীনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বেতছড়ি আর্সি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।