মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. কামরুল হাসান বলেছেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যেকোন অপরাধ নির্মুলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক কৌশিক জাহান ও মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সন্ত্রাসী ও চাঁদাবাজদের সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, সকলে মিলেমিশে থাকলেই আমরা সবাই ভালো থাকবো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed