মহালছড়িতে সেনা জোন কর্তৃক বিদ্যালয় পুনঃনির্মাণ

মহালছড়িতে সেনা জোন কর্তৃক বিদ্যালয় পুনঃনির্মাণ

মহালছড়িতে সেনা জোন কর্তৃক বিদ্যালয় পুনঃনির্মাণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে ক্যায়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পুনঃনির্মাণ পরবর্তী উদ্বোধন করা হয়েছে।

‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহালছড়ি জোনের উদ্যোগে আনুমানিক ছয় লক্ষাধিক টাকা ব্যায়ে কেয়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ সম্পন্ন করা হয়।

আজ সোমবার (২০ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহালছড়ি জোনের অন্তর্গত কেয়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি উদ্বোধন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সালেহ্‌ আল হেলাল ।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, কারবারি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই এলাকার একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পুরাতন ও জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বর্ষাকালে পাঠদান করার অনুপযোগী হওয়ায় মহালছড়ি জোনের উদ্যোগে স্কুলের ভবনটি পুনঃনির্মাণ সম্পন্ন করা হয়।

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌছানোর জন্য মহালছড়ি জোনের এই উদ্যোগের প্রতি সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।