ভারত থেকে বাংলাদেশে ঢুকছিল আফ্রিকান নারী, বিজিবির হাতে আটক
![]()
নিউজ ডেস্ক
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে এক আফ্রিকা নারী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার (২০ জানুয়ারি) সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পরশুরাম উপজেলার নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয় ।
আটককৃত আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদান কাটাম বারি হাউজ নং ১০৪, কান্টি এলাকার বাসিন্দা। ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশচিত করেন।
তিনি জানান, পরশুরামের ঐ এলাকা হতে এর আগে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃত ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত ০১টি মোবাইল, ১শ ইউএস ডলার, ১টি ভারতীয় ২০ রুপি, ১টি ভারতীয় ১০ রুপি এবং ব্যবহৃত কাপড়সহ ২ টি ব্যাগ সহ পরশুরাম থানায় হস্তান্তর করেন।
ফেনীস্থ (৪ বিজিবি) সূত্র জানা যায়, নিজকালিকাপুর বিওপির টহল দল সকালে পরশুরাম উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজকালিকাপুর নামক স্থান হতে আফ্রিকান সুদানী নারী নাগরিক ইলমা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কালে বিজিবির টহল দল আটক করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।