সাজেকে উপজাতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো সেনাবাহিনী

সাজেকে উপজাতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো সেনাবাহিনী

সাজেকে উপজাতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এরই ধারাবাহিকতায় দেশ গঠনের চেতনা ও শিক্ষার সম্প্রসারণ কাজ এগিয়ে নিয়ে যেতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের উপজাতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সকালে বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্কুলের সভাপতি ও বাঘাইহাট জোন উপ-অধিনায়ব মেজর আবু নাইম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেড় শতাধিক গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী কলম, পেন্সিল, রাবার, পেন বক্স ও স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল খায়রুল আমিন।

এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার। এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। শুধু শিক্ষা সামগ্রী নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বাঘাইহাট জোন এর পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে বলে জানান প্রধান অতিথি।

সাজেকে উপজাতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো সেনাবাহিনী

তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরেপড়া সহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্বিক সহায়তা পেলে শিশুরা আগামী দিনের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে বিশ্বাস করেন জোন অধিনায়ক।

এসময় উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাজেক ইউনিয়নের মহিলা মেম্বার সুমিতা চাকমা, এবং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম।

এছাড়াও শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে বাঘাইহাট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগন ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *