খাগড়াছড়িতে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

খাগড়াছড়িতে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

খাগড়াছড়িতে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রধান করা হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে জাগ্রত মারমা সমাজ খাগড়াছড়ির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাষ্টার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সহ-সাধারণ সম্পাদক নিউসাইন মারমা, সদর উপজেলার সাধারণ সম্পাদক থৈহ্লাঅং মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি চরাসাইন মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলার সভা নেত্রী ববি মারমা সহ প্রমুখ।

খাগড়াছড়িতে মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

এসময় বক্তারা মানববন্ধনে তিন পার্বত্য জেলা (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) এ মারমা সম্প্রদায় বিভিন্ন ভাবে বৈষম্যের স্বীকার হচ্ছেন বলে জানান। পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান নিযুক্ত থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বের ক্ষেত্রে মারমা সম্প্রদায়ের জাতিগোষ্ঠীকে বঞ্চিত ও উপেক্ষিত করা হয়েছে। এসময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিষয়টি সু-বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায় বিচার, টেকসই উন্নয়ন ও সুষম বন্টন নিশ্চিতে করণে দাবি রাখেন।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।