পাহাড়ে স্বাস্থ্যসেবার মান নিয়ে আলাদা করে ভাবছে স্বাস্থ্য সংস্কার কমিশন

নিউজ ডেস্ক
ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় যোগ্যদের নিয়োগ, আবাসিক সুবিধার উন্নয়ন, ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর মাধ্যমে পাহাড়ে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর কথা ভাবছে স্বাস্থ্য সংস্কার কমিশন।
আজ বুধবার রাঙামাটিতে স্বাস্থ্যসেবা খাতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য সংস্কার কমিশন প্রধান ড. আবু মোহাম্মদ জাকির হোসেন।
কমিশন প্রধান বলেন, ‘স্বাস্থ্য সংস্কার কমিশন পাহাড়ে স্বাস্থ্য খাতকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। পার্বত্য চট্টগ্রাম সমতলের মত নয়। সমতলের মত পাহাড়ের স্বাস্থ্য সেবার তুলনা করলে হবে না। এখানে জনবল সংকট, উপকরণ সংকট নিত্যদিনের ঘটনা। এ ছাড়া এখনো প্রশাসনিক জটিলতা আছে।’
ড. আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘এখানে ভৌগোলিক উন্নয়ন করতে অনেক কাজ করা প্রয়োজন, যেটা আগে করা হয়নি। এখানে কর্তৃপক্ষ জটিলতায় নিয়োগ পদায়ন অবকাঠামো উন্নয়ন কাজ ব্যাহত হয়। সেগুলো চিহ্নিত করে সরকারকে সুপারিশ করবে স্বাস্থ্য সংস্কার কমিশন।’
জাকির হোসেন আরও বলেন, ‘তিন পার্বত্য জেলা পরিষদ ১৯৯১ এবং ২০০০ সালে ডাক্তার নিয়োগ করেছিল। এ ডাক্তাররা পাহাড়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটার ধারাবাহিকতা রক্ষা হয়নি। জেলা পরিষদের মাধ্যমে ডাক্তার নিয়োগের ব্যাপারে স্বাস্থ্য সংস্কার কমিশন সুপারিশ করবে।’
রাঙামাটি মেডিকেল কলেজের সমস্যা নিয়ে জাকির হোসেন বলেন, ‘রাঙামাটি মেডিকেলকে যেভাবে রাখা হয়েছে তা দুঃখজনক। এখানে যে সমস্যা দেখলাম সেগুলো বর্ণনা করার মত নয়। একটি বিদ্যালয়ও এর চেয়ে ভালো। এখানে বসার মত পর্যন্ত জায়গা নেই। দুর্গম এলাকায় কোনো ডাক্তারকে পোস্টিং দিলে তার জন্য যেন ভাতা বৃদ্ধি করা হয় সে ব্যাপারেও কমিশন সুপারিশ করবে।’
স্বাস্থ্য সংস্কার কমিশন রাঙামাটি সফরকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ পরিদর্শন করেন। এরপর রাঙামাটি জেলা পরিষদে তিন পার্বত্য জেলা ও রাঙামাটি মেডিকেল কলেজের ডাক্তারদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রফেসর ডা. নায়লা জামান খান, প্রফেসর ডা. সায়েবা আক্তার, প্রফেসর লিয়াকত আলী, প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক ও প্রফেসর ড. সৈয়দ মো. আকরাম হোসেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।