রাাঙমাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ

রাাঙমাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ

রাাঙমাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে ব্যাটালিয়ন অধিনস্ত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, মারিশ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পতেঙ্গাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আয়নামতি আজিজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মারিশ্যা ব্যাটালিয়নের পদস্থ বিজিবি কর্মকর্তা ছাড়াও স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিথ ছিলেন।

ব্যাটালিয়ন অধিনায়ক জানিয়েছেন, মারিশ্যা ব্যাটালিয়ন নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।