বান্দরবানের দুর্গম পাহাড়ে পপি চাষ, ধ্বংস করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ে পপি চাষ করা হচ্ছে। খবর পেয়ে উপজেলার তাংখৈ ঝিরি এলাকার বিপুল পরিমাণ পপি বাগান ধ্বংস করেছে বিজিবি।
গোপন সূত্রে নিশ্চিত হয়ে গত মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৫৭ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযানে অংশ নেন। বিজিবির বুলুপাড়া বিওপির ইনচার্জ ক্যাপ্টেন ইব্রাহিম এ অভিযানে নেতৃত্ব দেন।

বিজিবি সূত্রে বলা হয়, ১১টি পয়েন্টে প্রায় ১ একর জমিতে নিষিদ্ধ ঘোষিত পপি চাষের সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে পপি চাষ ধ্বংস করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে বলে ৫৭ বিজিবি সূত্র জানিয়েছে।
থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়ন তাংখৈ ঝিরি এলাকাটি বাংলাদেশের সীমান্তের অভ্যন্তর থেকে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত।
৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাদেভ জানান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।